মেয়ের অভিনয়ে আসা নিয়ে যা বললেন কাজল

0

বলিউডের অনেক তারকার কন্যা পা রাখছেন বিনোদন জগতে। সাইফকন্যা সারা আলি খান জাহ্নবী কাপুর, শাহরুখ কন্যা সুহানা খান থেকে হালফিলের রাশা থাডানি— সবারই বলিউডে অভিষেক হয়েছে। 

তবে কাজলকন্যা নিসার এখনো অভিষেক হয়নি। যদিও গত কয়েক বছর বিভিন্ন সময় নিজের জীবনযাপনের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছে নিসাকে। বিভিন্ন সময় গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের বিষয়ে কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, আপাতত বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

অভিনয় দুনিয়ায় থাকতে গেলে কি নিজের বাহ্যিক গঠন পরিবর্তনের প্রয়োজন- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, দয়া করে সবার পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— নানা লোক নানা কথা বলবে। কেউ বলবে— নাক বদলান, কেউ বলবে— হাত বদলান, আবার কেউ বলবে— গায়ের রঙ বদলান। তিনি বলেন, হাজার লোকের হাজার কথা শুনবেন। 

তবে তিনি সৌন্দর্য বাড়ানোর জন্য নায়িকাদের অস্ত্রোপচারের সাহায্য নেওয়ার বিরোধিতা করেননি। বিষয়টিকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবেই দেখতে চান। অভিনেত্রী বলেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে, সেটি যেন না হয়। 

এ প্রসঙ্গে নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে কাজল বলেন, ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তারপরও কোনো পরিবর্তন চাইলে রূপটান তো রয়েছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here