প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি সারোগেসির মাধ্যমে গত বছর প্রথম সন্তানের জন্ম দেন। তবে জন্মের পর নিজের মেয়েকে সকলের আড়ালেই রেখেছিলেন ‘দেশি গার্ল’। এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে আনছিলেন না তার জন্মের পর। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তারা।
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিওর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা সেই সাক্ষাৎকারে বলেন, তার জীবনের সব চেয়ে কঠিন সময়টা তখন ছিল যখন তিনি তার মেয়েকে প্রায় হারিয়ে ফেলছিলেন।