রে-ব্যান স্মার্ট সানগ্লাসের হালনাগাদ এনেছে মেটা। অ্যাপল মিউজিক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য এই আপডেট ভার্সন আনা হয়েছে। এর ফলে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করা যাবে। এ ছাড়া অ্যাপল মিউজিকে গানও শোনা যাবে।
আগে এই স্মার্ট সানগ্লাস ব্যবহার করে ছবি তুলে বা ভিডিও করে তা অন্যদের পাঠানো যেত। তবে সরাসরি ভিডিও কল করার সুযোগ ছিল না। এবার এতে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সরাসরি অন্যদের ভিডিও কল করার সুবিধা যুক্ত হলো। কোনো কল করার সময় সানগ্লাসে ডবল ট্যাপ করে ভিডিও কল শুরু করা যাবে।