মেজাজ হারিয়ে রেফারিকে চড়, ৮ মাস নিষিদ্ধ চাইনিজ কোচ

0

মেজাজ হারিয়ে রেফারিকে চড় মেরে বড় শাস্তি পেয়েছেন চীনের ক্লাব লিয়াউনিং শেনইয়াংয়ের কোচ দুয়ান সিন। তাকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল এই শাস্তির ঘোষণা দেয়। সঙ্গে ২০ হাজার ৯০৫ ডলার জরিমানা করা হয়েছে দুয়ানকে।

এজন্য দুয়ানকে ২৫ জুলাই বরখাস্ত করে লিয়াউনিং শেনইয়াং সিটি। তার একদিন আগে ওই কাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি স্বীকার করে নেন, রেফারির সিদ্ধান্ত তার মেনে নেওয়া উচিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here