মেজাজ হারালেন লিটন, ভাঙলেন ব্যাট!

0

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করা এই তারকা ব্যাটসম্যান সবশেষ তিন ওয়ানডেতে ফেরেন ১৬, ১৫ ও ০ রানে। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হতাশ করেছে লিটনের ব্যাট। মাত্র ৬ রানেই ক্রিজ ছেড়েছেন এই এই টাইগার ওপেনার। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে লিটন নিজেই নিজের ওপর ক্ষুব্ধ ছিলেন। আউট হয়ে সাজঘরে ফেরার সময় নিজের ব্যাট ভেঙেছেন তিনি।

শনিবার ইনিংস ওপেন করতে নেমে তার খেলা প্রথম বলেই ফিরতে পারতেন। ট্রেন্ট বোল্টের করা বলটি প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন। বল ট্র্যাকিংয়ে দেখা যায় স্টাম্প মিস করত। ফলে এ যাত্রায় বেঁচে যান লিটন।

আউটের পর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ ছিলেন লিটন। সীমানা দড়ি পার হয়ে ড্রেসিংরুমের সামনে নিজের ব্যাট দিয়ে একাধিকবার মাটিতে আঘাত করেন। মনের সব ক্ষোভ যেন ব্যাটের ওপর ঝাড়লেন এই ওপেনার! এরপর সেখানেই ব্যাট ফেলে ড্রেসিংরুমে প্রবেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here