মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশের নয়ানগর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
নয়ানগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, সকালে নদীর নয়ানগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় একটি মরদেহ ভাসতে দেখি আমরা। অর্ধগলিত মরদেহটির অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে, মরদেহটি গত ১৭ মার্চ ঢাকা যাওয়ার পথে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কিশোর হোসেনের (১৮) বলে দাবি করে কয়েকজন। তবে, আজ বিকেল ৩টার দিকে হোসেনের স্বজনরা মরদেহ দেখে সেটি তার নয় বলে জানান।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শানাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।