মেঘনা নদীতে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

0

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের ততৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে সে নিখোঁজ হয়। নিখোঁজ তরুণের নাম ফারুক হোসেন (২০)। সে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, বুধবার আমরা ২২ জন এখানে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমরা এখানে এসে উপস্থিত হই। বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ হয় ফারুক, আমিসহ ৬ জন গোসল করার জন্য পানিতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু তাকে না পাওয়ায় পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

এ নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের বলেন, খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করি। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here