মেঘনায় ৭ বাল্কহেডে অভিযান, গ্রেফতার ৮ সুকানি

0

চাঁদপুর মেঘনা নদীতে সদর উপজেলার বিষ্নপুর ইউনিয়নের লালপুর নামক এলাকায় সাতটি বাল্কহেড থেকে বিভিন্ন অনিয়মের কারণে আট সুকানিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেফতার সুকানিরা হলেন- সুকানি মো. ইদ্রিস বেপারী (৪২), মো. লিটন (২০), মো. হেলাল (২০), মো. হাফিজুর সিকদার (৪৩), মো. বাবুল (৫৫), মো. মোক্তার (২৮), সোবাহান রশিদ (৫৮) ও জুয়েল মিয়া (৩৯)। তাদের বাড়ি লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

তিনি আরও বলেন, গ্রেফতার আট জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ এর বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দ বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। বাকী দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here