চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকায় নদীর তীর ঘেঁষে মরদেহটি ভাসছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে নৌপুলিশ কে জানায়। তাৎক্ষণিক পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরনে লাল শার্ট ও কালো প্যান্ট রয়েছে। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। এই ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।