মেঘনায় ধরা পড়ল বিশালাকৃতির কোরাল মাছ

0
মেঘনায় ধরা পড়ল বিশালাকৃতির কোরাল মাছ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২৩ কেজি ওজনের একটি বিশালাকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারের কাছে আনোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

জেলে আনোয়ার হোসেন (২৮) বলেন, নদীতে জাল ফেলতে গিয়ে নদীর কিনারে সাদা কিছু ভাসতে দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান নদীর তীরে ভেসে থাকা একটি বিশাল কোরাল মাছ। এ সময় আনন্দে আত্মহারা হয়ে তিনি মাছটির ভিডিও ও ছবি ধারণ করেন। একপর্যায়ে মাছটি পাড়ে তুলে আনেন। 

তিনি আরও বলেন, স্থানীয় বাজারে নিয়ে গেলে, তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এত বড় কোরাল মাছ পাওয়া নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক বলেও জানান তিনি। 

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে প্রায় সময় বড় আকৃতির মাছ পাওয়া গেলেও, বর্তমানে কোরাল মাছের দাম আগের তুলনায় অনেক বেশি। তবে মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে বলে মন্তব্য করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here