মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার, একটি ট্রলারসহ ২০ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম উল হক জানান, সোমবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ডের ইলিশা, কালিগঞ্জ ও হিজলা স্টেশন যৌথভাবে বরিশালের হিজলা উপজেলার সাওড়া সৈয়দখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি ট্রলারসহ মোট ২১ জনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ২১ জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০ জনের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে হিজলা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ করা ড্রেজার ও ট্রলার কোস্টগার্ডের জিম্মায় রয়েছে।
হিজলা থানার ওসি অলিদ হোসেন জানান, কোস্টগার্ডের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং বালুমহাল আইনের বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

