মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের পাশাপাশি দূতাবাসের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি শুরু হয়।
এ উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষায় দূতাবাসের স্থানীয় কর্মীরা পাঠ করে শোনান। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্রসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জাহিদুর রহমান বিপ্লব পরিচালিত ‘ওমর ফারুকের মা’ প্রদর্শন করা হয়।