মেক্সিকোর মঞ্চালীয় গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে গুলি বিদ্ধ হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে এই ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে।