মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি অবকাশযাপন কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। রবিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্টাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক বছরগুলোতে গুয়ানাজুয়াতোতে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারীরা পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে।