উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় মার্কিন সীমান্তের কাছে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে ও পুড়িয়ে হত্যা ঘটনায় দেশটির সাবেক ১১ পুলিশ কর্মকর্তা জড়িত ছিলেন। বৃহস্পতিবার মেক্সিকোর একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
মেক্সিকোর সরকারি কৌঁসুলির কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পরে তাদের লাশ একটি ট্রাকে পোড়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। সূত্র: সিবিএস নিউজ, বিবিসি