মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ আর্জেন্টাইন পর্যটকের

0

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আর্জেন্টাইন পর্যটক। রবিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইনতানা রু রাজ্যের ইউকাটান উপদ্বীপের জনপ্রিয় উপকূলরেখা বরাবর পর্যটকবাহী গাড়ির সাথে একটি ভ্যানের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ম্যাক্সিকান ভ্যানচালকও নিহত হয়েছেন।

এদিকে, ওই দুর্ঘটনায় আরও দু’জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের হেলিকপ্টারে করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। তবে তারা কোন দেশের তা জানাননি ভাজকুয়েজ ওরোপেগ। তার ধারণা, বৃষ্টি ভেজা সড়ক এবং দ্রুত গতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

কুইনতানা রু রাজ্যের এর্টনি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here