মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ২১

0

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। পালা বলেন, ঘটনাস্থলেই ১৮ জন মারা যান এবং পরে হাসপাতালে আরো তিনজন মারা যান।

তিনি এক্স-এ লিখেছেন, ‘আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, দুর্ঘটনাটি একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের সঙ্গে হয়েছিল। মেক্সিকান সংবাদপত্র লা জোর্নাডা জানিয়েছে, একটি ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

তাতে আরও বলা হয়, বিপরীত লেনে যাওয়ার সময়, ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here