মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারীরা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত নয়জন নিহত হয়েছে।
ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হামলার ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি।
মেক্সিকোর প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে। টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ মিলেনিও সংবাদপত্রকে বলেছেন, মার্কেটে বিক্রেতা এবং ওই প্রাঙ্গণের মালিকদের মধ্যে বিরোধের ফলে সম্ভবত এই ঘটনা ঘটতে পারে। সূত্র: আল জাজিরা, এপি