কদিন বাদে বাংলা পঞ্জিকার দিনক্ষণ নিয়ে হাজির হবে পৌষ-মাঘ। এ সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। শীতে ত্বক আর্দ্রতা হারায়। ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় ত্বকে। ত্বকের এসব সমস্যা দূর করতে তেল হতে পারে আদর্শ।
তবে আজকের ফিচারটি খানিকটা ব্যতিক্রম। রূপচর্চায় তেলের ব্যবহার সম্পর্কে সবারই জানা আছে; তবে এর বাইরে মেকআপের সময় কীভাবে তেল ব্যবহার করা যায়, জানব সেই তথ্য-
শুষ্ক ত্বকে ফাউন্ডেশন লাগাতে সমস্যা হলে সঙ্গে কয়েক ফোঁটা অলিভ বা জোজোবা অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে ফাউন্ডেশন ত্বকে ভালোভাবে বসবে। মুখে কোনো ড্রাই প্যাচ থাকলে তাও ঢেকে যাবে। পাশাপাশি ত্বকে আসবে লাবণ্যতা।
লিপবামে ঠোঁটের শুষ্কতা না কমলে লিপস্টিক লাগানোর কিছুক্ষণ আগে ঠোঁটে সামান্য ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন। মিনিট পাঁচেক পর টিস্যু পেপার ঠোঁটে চেপে ধরুন, এটি অতিরিক্ত তেল শুষে নেয়। এরপর লিপস্টিক লাগিয়ে নিন।
আইভ্রু ঘন কালো সুন্দর দেখাতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। আইল্যাশ লাগাতে গিয়ে যদি লক্ষ্য করেন আসল চোখের পাপড়িতেও আঠা লেগে গেছে তবে নারকেল তেল দিয়ে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।
চুলে চটজলদি শাইন আনতে সামান্য পানি এবং অ্যালোভেরা জেল মিশিয়ে তাতে কয়েক ফোঁটা পছন্দের তেল মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে রেডিমেড হেয়ার শাইন স্প্রে। এ জন্য হালকা তেল বেস্ট অপশন। ক্যাস্টর অয়েল বা সরষের তেল এড়িয়ে চলুন। ব্যবহারের আগে ঝাঁকিয়ে চুলে স্প্রে করে নিন।
সাধারণ ফেসওয়াশ মাশকারা, কাজল বা ফাউন্ডেশন সম্পূর্ণ তুলতে পারে না। অনেক মেকআপ রিমুভারেও কাজ হয় না। তবে জলপাই তেল ও অলিভ অয়েল সে ক্ষেত্রে কার্যকরী। মেকআপ রিমুভার ব্যবহারের পর অল্প তেল ভালোভাবে মুখে মালিশ করুন। এতে ত্বকে থাকা সব মেকআপই আলগা হয়ে আসবে। এরপর টিস্যু পেপারে মুখ মুছে নিন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
নেল পলিশ করতে গেলে অনেক সময় তা নখের চারপাশে ছড়িয়ে যায়। যা দেখতেও বাজে দেখায় এবং তুলতেও বেশ অসুবিধা হয়। এ ক্ষেত্রে নেলপলিশ পরার আগে নখের চারপাশে সামান্য তেল লাগিয়ে নিন। এরপর নেলপলিশ পরুন। শুকিয়ে গেলে আবারও একফোঁটা তেল নিয়ে নখের চারপাশ ঘষুন। দেখবেন খুব সহজেই নখের চারপাশে লেগে থাকা নেলপলিশ উঠে আসবে।
লেখা : সাদিয়া সারা