মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

0

মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নওগাঁ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছর এখন পর্যন্ত এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। 

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণা কেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে গেছে। বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এ ছাড়া আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। 

জেলায় তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মিজানুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here