মৃত্যু নিয়ে গুজব ছড়ানো পুনমকে গ্রেফতারের দাবি

0

ক্যান্সারের পর ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে এবার রীতিমতো বেকায়দায় পড়েছেন ভারতের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে। মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন বলিউড তারকারা। তাদের ভাষায়, মৃত্যু কখনো মজা নয়। পুনম কাজটি মোটেও ঠিক করেননি। পাশাপাশি নেটিজেনরাও মৃত্যু নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর জন্য অভিনেত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

বিষয়টি মুখ খুলেছেন রাম গোপাল ভার্মা, রাখি সাওয়ান্ত ও সিদ্ধান্ত কাপুররা। এছাড়া সোনাল চৌহান, অ্যালি গোনিসহ আরও অনেকেই পুনম পান্ডের এমন কাণ্ডে নিন্দা করেছেন। পাশাপাশি কেউ কেউ অভিনেত্রীকে গ্রেফতারের দাবিও তুলেছেন।

সিদ্ধান্ত কাপুর বলেন, ‘নিজের মৃত্যুর ভুয়া খবর রটানো শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। অসহ্য।’ অভিনেত্রী কুশা কপিলা এই বলেন, ‘এটার নেপথ্যে কেউ আছে। কেউ আইডিয়া নিয়ে এসেছিল পুনমের কাছে আর সেটা কাজে লেগে গেছে।’

অভিনেতা ও নির্মাতা বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার এটা একটা খারাপ দিক। আমার মনে হয় এসবের জন্য এবার কিছু নিয়ম তৈরি করা উচিত। এমন ভুয়া খবর রটানো ভয়ঙ্কর।’ বিবেক মনে করেন, মৃত্যু নিয়ে এমন গুজব রটানো এখন কেবল শুরু। সামনে এসব আরও হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here