মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে যা বললেন সেফুদা

0
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে যা বললেন সেফুদা

‘প্রবাসী সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যু হয়েছে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। এমন গুজবকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার ফেসবুকে লাইভে আসেন সেফায়েত উল্লাহ।

নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি বলেন, আমাদের সবার প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন। একেবারে খাঁটি অপূর্ব সুন্দর, ইসলামিক ভাষা। এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবার অনেক টাকা কামিয়েছেন। আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আগের চেয়ে আরো ২০ বছর বয়স কমে গেছে।

জানা যায়, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে।

বৃহস্পতিবার তার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম বলেন, ‘আজ আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকালে তার ফুফাতো ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here