চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ব্যবহার বাড়ছে। লন্ডনের বিজ্ঞানীরা জানালেন, মৃগীরোগ শনাক্তে এআই প্রযুক্তি ব্যবহার করে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তাদের তৈরি এমইএলডি গ্রাফ বা মেল্ড গ্রাফ নামের এআই টুলটি মস্তিষ্কের দুই-তৃতীয়াংশ ক্ষুদ্র সমস্যা বা অস্বাভাবিকতা শনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এ সমস্যাগুলোই মৃগীরোগের কারণ।
কিংস কলেজ লন্ডনের স্কুল অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইমেজিং সায়েন্সের সিনিয়র লেকচারার ড. কনরাড ওয়াগস্টাইল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একটি এমআরআই স্ক্যানে সম্ভবত ১০ মিলিয়ন পিক্সেল থাকে, আর তারা সেখানে হয়তো ১০০ পিক্সেলের মতো কিছু খুঁজছেন।’ মানুষের সীমাবদ্ধতা যাতে মৃগীরোগ শনাক্তে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্যই বিজ্ঞানীরা ১০ বছরের গবেষণায় তৈরি করেছেন এমইএলডি বা মেল্ড গ্রাফ নামের এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটি। ফোকাল কর্টিক্যাল ডিসপ্লাসিয়া (এফসিডি) সমস্যায় আক্রান্ত ৭০০ জনেরও বেশি মানুষের এমআরআই ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ এআই টুলটিকে।