মূর্খের মতো আচরণ না করতে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের হুথি সমর্থিত সরকার। ইয়েমেন সরকার বলেছে, ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন। কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না।
ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মাদ আদ- দেইলামি তার দেশের বিরুদ্ধে গত দু’দিনের ইঙ্গো-মার্কিন হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দেনি।
ইয়েমেন মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার চায় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কিন্তু গাজাবাসীর প্রতি ইসরায়েলি গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে সাম্রাজ্যবাদী আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন শুক্রবার ভোররাত থেকে গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন স্থানে তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন বাহিনী। ইয়েমেন যাতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামি জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।
তবে ইয়েমেনের হুথি যোদ্ধারা হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কাজে কেউ বাধা দিতে পারবে না। তারা প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকবে ততদিন লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা বন্ধ হবে না। সূত্র: প্রেসটিভি