মুস্তাফিজ না থাকায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে: শেবাগ

0

আইপিএলের চলতি আসরকে বিদায় জানিয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গত ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নিজের শেষ ম্যাচ খেলেছেন। তার অনুপস্থিতি যে দলটিকে বেশ ভোগাবে সেটি সহজেই অনুমেয়। এবার নতুন করে ফিজ আইপিএল ছেড়ে আসায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে গত ২ মে বাংলাদেশে ফিরে আসেন মুস্তাফিজ। চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ থেকে তার জাতীয় দলে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও তিনি এখনই মাঠে নামবেন কি না সে প্রশ্নও উঠেছে। কারণ এক মন্তব্যে ফিজকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে মুস্তাফিজ–পাথিরানার অনুপস্থিতিতে চেন্নাই দুর্বল হয়ে গেছে বলে ক্রিকবাজের ম্যাচ প্রিভিউতে জানিয়েছেন শেবাগ, ‘মুস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও দুই ম্যাচ হেরেছিল চেন্নাই। তাদের বোলিংটা দুর্বল হয়ে যায় যখন পাথিরানা আর সে না খেলে। পাথিরানা ও মুস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে চেন্নাই জিতেছে। মুস্তাফিজ বাংলাদেশে চলে গেছে এখন। পাথিরানা ফিট কি না এটাও একটা প্রশ্ন। আমার মনে হয় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here