মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল দুবাই

0
মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল দুবাই

আইএলটি-২০ লিগে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পরও জয় পায়নি দুবাই ক্যাপিটালস। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে হারতে হলো দুবাইকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ডেজার্ট ভাইপার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার শায়ানকে হারায় দুবাই। এরপর লুইস ডি প্লয় ও গুলবাদিন নাইব ৩৯ রানের জুটি গড়েন। নাইব করেন ২১ রান। পরে জর্ডান কক্সের সঙ্গে জুটি বেঁধে ফিফটি তুলে নেন ডি প্লয়। ৪৪ বলে ৫৪ রান করে ফেরেন তিনি।

রভম্যান পাওয়েল শূন্য রানে আউট হলেও শেষ দিকে জর্ডান কক্স ও দাসুন শানাকার ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দুবাই।  দুজনের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তোলে দলটি। কক্স ৩০ বলে অপরাজিত ৪৯ এবং শানাকা ১৮ বলে ২৯ রান করেন।

রান তাড়ায় ডেজার্ট ভাইপার্স শুরুটা ভালোই করে। উদ্বোধনী জুটিতে ৩৮ রান ওঠে। প্রথম ওভারেই ফখর জামানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে প্রথম সাফল্য পান মুস্তাফিজুর রহমান। পরে ম্যাক্স হোল্ডেন ২২ বলে ৩৪ রান করেন। ঝড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ ১৬ বলে ৩১ রান।

শেষ দিকে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেন। শেষ দুই ওভারে মাত্র ৯ রান খরচ করেন এই বাঁহাতি পেসার। তবে স্যাম কারানের ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স। ৩৩ বলে অপরাজিত ৫২ রান করে দলকে ২ বল হাতে রেখে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here