মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা!

0

আইপিএলের শেষ মুহূর্তে এসে হঠাৎ মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। স্কোয়াডে নাম ওঠার খবর ছড়িয়ে পড়লেও এখনো নিশ্চিত নয় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা। কারণ, আইপিএল, দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কেউই এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক কোনো ছাড়পত্র চেয়ে আবেদন আসেনি।

নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করতে হয় ফ্রাঞ্চাইজিকে। সেই প্রক্রিয়া এখনো শুরু না হওয়ায় মুস্তাফিজের এবারের আসরে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের কাছে মুস্তাফিজ বা তার হয়ে কেউ ছাড়পত্র চাননি। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে, আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন মুস্তাফিজুর রহমান। 

আইপিএলের সূচি অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ রয়েছে ১৮ মে। তবে ঠিক তার আগের দিন, অর্থাৎ ১৭ মে সংযুক্ত আরব আমিরাতে শারজাহতে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ১৯ মে। ফলে একসঙ্গে দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া মুস্তাফিজের পক্ষে বাস্তবিকভাবে সম্ভব না হওয়ায় তৈরি হয়েছে দ্বিধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here