মুস্তাফিজের অনন্য মাইলফলক

0
মুস্তাফিজের অনন্য মাইলফলক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের কাছেই রাখল টাইগাররা।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

বল হাতে আজ মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে ৩ উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নিউজিল্যান্ডের ইশ সোধিকে (১৫৭ উইকেট) ছাড়িয়ে গেছেন তিনি।

বর্তমানে ১৫৮ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন ফিজ। তার সামনে আছেন কেবল টিম সাউদি (১৬৪) এবং রশিদ খান (১৮২)।

এ ছাড়া আজকের ম্যাচে ফিল্ডিংয়ে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। এক ইনিংসে ৫টি ক্যাচ লুফে নিয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিল্ডার হিসেবে এক ইনিংসে সর্বাধিক ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন।

এর আগে, মালদ্বীপের ওয়েদাগে মলিন্দা (২০২৩) ও সুইডেনের সেদিক সাহাক (২০২৫) এই কৃতিত্ব দেখিয়েছিলেন। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি ক্যাচ নিয়ে তাদের পাশে বসলেন বাংলাদেশি তরুণ তানজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here