মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

0
মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতাকে মুস্তাফিজকে অব্যাহতি দিতে হয়।

আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে মুস্তাফিজের সামনে। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

পোস্টে পিএসএল কর্তৃপক্ষ লিখেছে,’ব্যাটাররা সাবধান, নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারত গিয়ে বিশ্বকাপ খেলতেও অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here