সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে ধোনির চেন্নাই। দলটির একাদশে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
রবিবার রাতে চিপাক স্টেডিয়ামে টসে জিতে এদিন আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। রান তাড়ার ক্ষেত্রে তাই বেশ বড় পরীক্ষা অপেক্ষা করছে ফিজের জন্য।
চেন্নাই একাদশ
আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেল, মঈন আলী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুশার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।