মুস্তাফিজুর রহমানকে মূল একাদশে নিয়েই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। টস জিতে গুজরাট টাইটানস চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
চেন্নাই দলে এনেছে একটিই পরিবর্তন। স্পিনার মাহেশ থিকশানার বদলে সাব হিসেবে দলে আনা হয়েছে পাতিরানাকে।
একাদশে অন্য দুই বিদেশি রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।
প্রথম ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে চেন্নাই। দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, টস জিতলে তিনি বোলিং নিতে পারতেন। তবে আগে ব্যাটিং বা বোলিংয়ের মধ্যে পার্থক্য দেখেন না।