সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র গত ১২ এপ্রিল (বুধবার) স্থানীয় সিভিক হলে মুসলিমদের সম্মানে ইফতার ও ডিনারের আয়োজন করে।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত এই ইফতারে আবু রেদোয়ান পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।
ইফতারের পর অতিথিরা মাগরিবের নামাজ আদায় করেন। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইস ইফতারের আগে শুভেচ্ছা বক্তৃতায় ইফতার ও ডিনারের আয়োজনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথমবারের মতো আগামী ১৫ এপ্রিল ক্যাম্পবেলটাউনের লিথগো স্ট্রিটে বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাজুড়ে রমজান নাইট এবং ৩০ এপ্রিল মিন্টুর করোনেশন পার্কে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঈদ উৎসবের আয়োজন করবে।