মুশফিক-শান্তর জুটিতে লিড বাংলাদেশের

0

চট্টগ্রাম টেস্টে দাপটের সঙ্গে এগোচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে সাদমান ইসলামের দারুণ সেঞ্চুরির পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটিতে লিড পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেটে তুলেছে ২৫৮ রান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে মুশফিক বেনেটের করা ৬৩তম ওভারে চার মেরে দলের লিড নিশ্চিত করেন। তৃতীয় সেশনের শেষভাগে এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিক ৩৬ ও শান্ত ২৩ রানে ব্যাট করছেন। 

বাংলাদেশের ইনিংসের মূল ভিত গড়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। ২০২১ সালের পর চার বছর পর পেলেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ৫৫তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১৮১ বল মোকাবেলায় ১৬ চার ও ১ ছক্কায় করেন ১২০ রান, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস।

এর আগে দ্বিতীয় সেশনের শেষ দিকে দুই গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। সাদমানের আগের বলেই আউট হন মুমিনুল হক। তিনি করেন ৬৪ বলে ৩৩ রান, হাঁকান ২ চার ও ১ ছক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here