১৮ বলে ১৯ করে ফিরলেন তামিম ইকবাল। আরেক ওপেনার আহমেদ শেহজাদও ফিরলেন ১১ বলে ১৭ রান করে। শুরুতেই নড়বড়ে হয়ে পড়ল ফরচুন বরিশাল।
তবে তিনে নামা কাইল মায়ার্স হাল ধরলেন পাঁচে নামা মুশফিকুর রহিমকে নিয়ে। আর তাদের জুটিতে ভর করেই বড় সংগ্রহ পেলো বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৮৩ রান সংগ্রহ করে তারা।
চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান মুশফিক ও মেয়ার্স। ৪৮ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। ফিফটির দিকে এগোতে থাকা মেয়ার্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শফিকুল ইসলাম। ৩১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করে ক্যারিবিয় ব্যাটার। অপরপ্রান্তে ৩০ বলে পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। তবে আর দুই রান যোগ করতেই হারান উইকেট।
শেষদিকে মেহেদি হাসান মিরাজের ৭ বলে ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১২ রানে ১৮৩ রান পর্যন্ত সংগ্রহ করতে পারে বরিশাল। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম সাকিব।