শুরুটা তামিম ভালোই করে দিয়েছিলেন। তারপরের বাকি কাজটা একে একে করেছেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা।
তাদের ব্যাটে ভর করেই খুলনা টাইগার্সকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের ষষ্ঠ ম্যাচে ওপেন করতে নেমে ৩৩ বলে ৪০ রান করেন তামিম।
তবে তাল সামলে বরিশালকে সামনের দিকে এগিয়ে নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। এই রান তুলতে ৩৯টি বল মোকাবেলা করেছেন তিনি।
আরেক অভিজ্ঞ ব্যাটার রিয়াদও দারুণ খেলেছেন। ১৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত রিয়াদ। ফলে চার উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে বরিশাল।