মুশফিকের মাইলফলক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
মুশফিকের মাইলফলক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

তবে আজকের দিনে সবচেয়ে বড় আলোচনার বিষয় মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই এই ম্যাচে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here