ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্তর সাথে বেঁধেছেন ৯৮ রানের জুটি। সেই জুটিতেই ভিত গড়েছে টাইগারদের।
অনেকদিন রানে না থাকা মুশফিকের এমন ফেরায় দলেও স্বস্তি ফিরেছে।
মুশফিকের প্রশংসা করলেও বিসিবি সভাপতি স্পষ্ট বলে দেন, পারফর্ম না করলে কেউ দলে টিকতে পারবে না। তিনি আরও বলেন, ‘হয় কি… কোনো একজন ভালো খেলোয়াড় যদি অনেকদিন ধরে রান না পায়, তখন তাকে নিয়ে অনেক রকম চিন্তাভাবনা হতেই হবে। উপায় নাই। তো এই সময়টায় ও করেছে (রান)। আশা করি ও এটা ধরে রাখতে পারবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করতে পারলে কেউ টিকতে পারবে না। কাজেই আমার বিশ্বাস, আমাদের যেসব খেলোয়াড় আছে তারা সবাই পারফর্ম করবে।’