মুরালির চোখে বিশ্বকাপ সেমিফাইনালে যারা

0

শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট শিকার করা মুরালি মাঠে বেশ চুপচাপ থাকলেও, ড্রেসিংরুম নাকি মাতিয়ে রাখতেন সারাক্ষণ। মুরালির এমন গুণ অবশ্য প্রকাশ পেয়েছে পরে। যখন তিনি খেলা ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি সেই ক্রিকেট বিশ্লেষণ আর ধারাভাষ্য নিয়েই দিন পার করছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে এই লঙ্কান গ্রেট আছেন সেখানেই। একইসঙ্গে প্রচারণা চালাচ্ছেন নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে। 

নিজের চলচ্চিত্রের প্রচারণায় কলকাতা যেয়েও তিনি কথা বলেছেন ক্রিকেট নিয়ে। এবারের বিশ্বকাপের সেরা চারে থাকবেন কারা? এমন প্রশ্নের উত্তরে মুরালি বেছে নিয়েছেন তিন দেশকে।

৯৬ সালে বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ আর ২০১১ সালে ছিলেন রানারআপ দলের সদস্য। এবার শ্রীলঙ্কার সম্ভাবনাও দেখছেন ভালোভাবেই। শ্রীলঙ্কার বিষয়ে মুরালির পর্যবেক্ষণ, তার দেশের দলে একাধিক তরুণ রয়েছে। সঙ্গে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে শেষ চারে শ্রীলঙ্কাকে না দেখার মতো কোনও বিষয় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here