মুয়েথাই টুর্নামেন্ট : বেল্ট পেল দেশের দুই তারকা রাশেদ-অমিও

0
মুয়েথাই টুর্নামেন্ট : বেল্ট পেল দেশের দুই তারকা রাশেদ-অমিও

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ডাবল হর্স নকআউট মুয়েথাই টুর্নামেন্ট। 

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২৭ জুন) আয়োজিত এ টুর্নামেন্টে বেল্ট পেল বাংলাদেশের মোহাম্মদ রাশেদ ও মাজেদুল রেজা অমিও।

টুর্নামেন্টে ১৭টি বাউটে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও কিরগিজস্থানের ৩৪ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশের দুইজন ও ভারতের একজন প্রতিযোগী দুর্দান্ত পারফরম্যান্সে বেল্ট অর্জন করে।

প্রফেশনাল ক্যাটাগরিতে বাংলাদেশের মোহাম্মদ রাশেদ ভারতের ঋতিক কালসি এবং এমেচার ক্যাটাগরিতে শহিদুল ইসলামকে পরাজিত করে বেল্ট অর্জন করেন মাজেদুল রেজা অমিও। উল্লেখ্য, মুয়েথাই-এর পোস্টার বয় হিসেবে রাশেদ এবং গোল্ডেন বয় হিসেবে খ্যাত অমিও।

এর আগে শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাবল হর্স নকআউট মুয়েথাই টুর্নামেন্টের সিইও ইয়াসিন ইসলাম নাজেল। আরো উপস্থিতি ছিলেন থাইল্যান্ডের অ্যাম্বাসেডর।

বিকেলে শুরু হয়ে রাত দেড়টায় এ মুয়েথাই টুর্নামেন্ট শেষ হয়। টুর্নামেন্টে ১৭টি বাউটে বিজয়ী হয়েছেন সাবিত আব্দুল্লাহ, আরাফাত উসমান, হুসেইন মুহম্মদ সাদ্দাম, রাদিন আহমেদ, মাহির জিদান, সাইফ ইনাম, ইয়াসমিন ইসলাম মাহেদি, গাজ্জালী বানজিদ জিদান, ফারাহ নোশিন ভুঁইয়া, হাফিজুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here