যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশন প্রাঙ্গণে গণহত্যা দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার চিরঞ্জীব সরকার। এক মিনিট নিরবতা পালন এবং রাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গণহত্যার সকল শহিদদের আত্মাত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর পাক হানাদার বাহিনীর চালানো বর্বর গণহত্যার উপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।