মুম্বাইয়ের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চাঁদের হাট

0

কে নেই! সালমান খান, হুমা কুরেশি, শিল্পা শেঠি, প্রীতি জিন্টা, দিনো মারিয়া, ইমরান হাশমি, করণ সিং গ্রোভার, শেখর সুমন, পূজা বাত্রা, সিদ্ধান্ত চতুর্বেদী, পরিচালক মধুর ভান্ডারকর, পরিচালক আব্বাস-মুস্তান, সেলিম খান। প্রত্যেকেই হাজির ইফতার পার্টিতে। 

ভারতের মুম্বাই ভিত্তিক কংগ্রেস নেতা মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী এবং তার পুত্র কংগ্রেস বিধায়ক জিসান বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে রবিবার ছিল জমকালো আয়োজন। সেখানে বলিউড তারকাদের পাশাপাশি টেলি জগতের একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বিগ বস-১৭ জয়ী মুনাওয়ার ফারুকী, বিগ বস-৭ খেতাব জয়ী গহর খানসহ টিভি দুনিয়ার সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। গওহর খানের সাথে উপস্থিত ছিলেন তার স্বামী জাহিদ দরবার। 

স্বামী মুফতি আনাস সৈয়দকে সাথে নিয়ে হাজির হন টিভি অভিনেত্রী সানা খান। তার পরনে ছিল কালো বোরকা, অন্যদিকে মুফতির পরনে ছিল সাদা কুর্তা লাইম গ্রিন জ্যাকেট। 

গোলাপি রঙের ডিজাইনার শাড়ি পড়ে ইফতার পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্দে, আর স্টাইলিশ কালো কুর্তা এবং পায়জামা পরিহিত ছিলেন ভিকি জৈন। 

গোলাপি রঙের দোপাট্টায় সকলের নজর কেড়েছেন অভিনেত্রী হিনা খান। 

ট্রেডিশনাল পোশাকে ইফতার পার্টির আলো করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা জান্নাত জুবের, আয়ান জুবের এবং ফয়সাল শেখ। আর সল্লু মিয়ার পরনে ছিল কালো পায়জামা এবং আর উপরে কালো-সাদা চেক কুর্তা। 

আগত অতিথিদের সাথে ফটোসেশন করতেও দেখা যায় বাবা সিদ্দিকী, তার পুত্র জিসানকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here