মুমিনুল ফিরলেও লড়ছেন মুশফিক-সাকিব

0

মিরপুর টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকে যে অস্বস্তি শুরু শেষ পর্যন্ত তা আরও বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে থেকেই আজ দ্বিতীয় দিনে মাঠে নামেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

বুধবার সকালে দুই অভিজ্ঞ ব্যাটারের ওপর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। এ দু’জন ভালো একটা জুটি গড়বেন এবং বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাবেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তারা। মুমিনুলের আউটে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালেও ব্যাটিংয়ে নেমে মুশফিককে নিয়ে শুরুটা ভালো করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব খেলছেন ওয়ানডে মেজাজে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ২৪ রান এবং সাকিব ৪২ রানে অপরাজিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here