মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও নারীসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বিকাল ৫টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা নাসিমা আক্তার (৪০), নুসরাত আক্তার (২৭), জামিলা আক্তার(৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আবির হোসেন (২৭)।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার উপ-পরিদর্শক সুজিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ চার মাদক কারবারি ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।