মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দী এলাকায় মাইক্রোবাস চাপায় মো. হাসান চৌধুরী (৬৫) নামে একজন পথচারী নিহত হয়েছে। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে এ ঘটনা ঘটে।
নিহত মো: হাসান চৌধুরী গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামের মৃত মঙ্গল চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সংশ্লিষ্ট তথ্য সূত্র জানা যায়, বিকাল সাড়ে ৫টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মাইক্রোবাস নোয়াখালী হতে ঢাকা যাওয়ার পথে পথচারী মো. হাসান চৌধুরীকে স্বজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হাইওয়ে পুলিশ সুত্রে আরও জানা যায়, দুর্ঘটনাকারী মাইক্রোবাস এবং চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

