মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে মাদক, নগদ টাকাসহ দুই আসামিকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। রবিবার (১৮ জানুয়ারি) উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রোকন মন্ডল (৫৬) ও মো. হৃদয় (৬০)। যৌথবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিমুলিয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এসময় ৬৫ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, সাতটি মোবাইল এবং মাদক বিক্রয়ের ১০ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।

