মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে তুহিন (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোল্লাকান্দি ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার পুরা বাজার সংলগ্ন এলাকায় ওই যুবককে মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার টঙ্গিবাড়ীর পুরা ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে পুরা বাজার এলাকা থেকে তুহিনকে তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।
ইউপি চেয়ারম্যান রিপন হোসেন বলেন, কল্পনার লোকজন পূর্ব থেকে ওর ওপর ক্ষিপ্ত ছিল। সোমবার তুহিনকে একটি নির্জন জায়াগায় তুলে নিয়ে যায় কল্পনার পক্ষের সন্ত্রাসীরা। সেখানে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ব্যক্তিগত বিষয় নিয়ে মারামারি হয়েছে জানিয়ে ও পূর্ব বিরোধের বিষয়টি অস্বীকার করে মহসিনা হক কল্পনা বলেন, ‘ওই ছেলেটি নিরীহ। সে কখনো মারামারি বা কোনো ধরনের ঝামেলা করেছে বলে শুনিনি। এখানে পূর্ব বিরোধের কোনো বিষয় নেই। এই হত্যাকাণ্ড নিয়ে আমার প্রতিপক্ষ আমার পক্ষের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। তুহিন হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক তদন্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।’
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। ময়না তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।