মুন্সীগঞ্জে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

0
মুন্সীগঞ্জে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর হাসপাতাল রোডে নাজমা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২১ শে ডিসেম্বর) দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক এ জরিমানা করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় নাজমা বেকারিতে মনিটরিংকালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি প্রভৃতি খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। বেকারিটির ম্যানেজার মোহাম্মদ হাসানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশনা দেয়া হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূরে আলম সোহাগ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here