মুন্সীগঞ্জে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় ওই মশাল মিছিল বের করে তারা।
মিছিলটি দূর্গাবাড়ি এলাকা থেকে বের হয়ে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা ও ছাত্রদলের সভাপতি আবুল হাশেমসহ ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নেয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাদেরকে পরবর্তীতে পাওয়া যায়নি।