মুন্সীগঞ্জে বন্ধন সাহিত্য পুরস্কার পেলেন মাহবুব আলম

0
মুন্সীগঞ্জে বন্ধন সাহিত্য পুরস্কার পেলেন মাহবুব আলম

মুন্সীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক লেখালেখিতে বিশেষ অবদানের জন্য লেখক মাহবুব আলম জয়কে ‘বন্ধন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় মুন্সীগঞ্জ সদর এলাকার রামপাল ইউনিয়নের চৌগাড়ারপাড়ে বন্ধন যুবকল্যাণ কেন্দ্রের উদ্যোগে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তুহিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসান মিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রহিম দপ্তরি, মো. আশরাফ খান, মো. লিখন শেখ, মো. মজিবর শেখ, মো. ভুট্টু, মো. জুয়েল খান, মো. বাবু দেওয়ান ও রাইসুল আরেফিন দিপুসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে লেখালেখির মাধ্যমে অবদান রাখায় মাহবুব আলম জয়কে এ সম্মাননা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here