মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু

0
মুন্সীগঞ্জে নির্যাতনের শিকার শিশু জুবায়েরের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁওয়ে নির্যাতনের শিকার ১১ বছরের শিশু জুবায়ের ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  বুধবার বিকেল ৫টায় তার মৃত্যু হয়।  এ ঘটনায় পুলিশ ওই শিশুর সৎমা রূপা বেগমসহ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাম্বুরা পাড়তে যাওয়াকে কেন্দ্র করে কয়েকজন কিশোর জুবায়েরকে মারধর করে। পরে বাড়িতে ফিরলে সৎমা রূপা আবারও তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীনগর হাসপাতালে ও পরে ঢামেকে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।

ওসি নাজমুল হুদা জানান, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here